Thursday, August 20, 2015

ধ্বংস করতে চেয়েছিল ; নিঃশ্চিন্ন করতে চেয়েছিল

অদ্রিতি,
তোমার কারনে আজ জাতি নতুন করে অনুভব করেছে যে জাতিরজনক কে নিয়ে কেউ কোন ফায়দা লুটতে পারে না, জাতিরজনক কারো একার সম্পদ নয়; সার্বজনীন জাতিরজনক। প্রতিটি বাঙ্গালীর জাতিরজনক-প্রতিটি শিশু কিশোর যুবক যুবতির অন্তরে বঙ্গবন্ধু।

তুমি বেচে থাক, নিজের জীবন গড় ঠিক বঙ্গবন্ধু কন্যার মত করে আদর্শিক পিতার আদর্শিক কন্যা হিসেবে নিজেকে বিকশিত কর।
Image may contain: 2 people, text

ধ্বংস করতে চেয়েছিল ;

নিঃশ্চিন্ন করতে চেয়েছিল ;

নেশাখোর মক্ষিকার তৃষ্ঞা মিটাতে চেয়েছিল বারংবার।
লুটেরার মত লুটতে চেয়েছিলো।
জুয়াড়ির মত সোনার দেশকে নিয়ে জুয়া খেলেছে ১৬ কোটি বাঙ্গালীর ভাত মেরে। ২১শের ভয়াল তান্ডব শত শত প্রাণ হানি আজও মনে করিয়ে দেয়। আজ তাই হে দুরন্ত দুর্নিবার প্রাণ তব কাঁদে বারংবার।
ছেড়ে গেলে সব বন্ধন মর্মন্তুদ মর্মর বেষ্টন ভেদে।
ফিরিবেনা আর প্রতিবাদী হয়ে।
আজও কি মিলিবেনা শরাব নেশাখোর শৈরাচার লুটেরার বিচার ??

No comments:

Post a Comment